হিন্দিতে তৈরি হতে যাচ্ছে মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’। সেই অডিও সিরিজে ব্ল্যাক উইডোর চরিত্রে শোনা যাবে কারিনা কাপুরের গলা। শুধু কারিনাই নন, মার্ভেলের অডিও সিরিজে পিটার কুইলয়ের চরিত্রে গলা দিতে চলেছেন সাইফ আলী খানও। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসাবা গুপ্ত, প্রাজক্তা কোলির মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা।
তবে কি কারিনা পিছিয়ে পড়ছেন? এম প্রশ্নে করিনার উত্তর, আমি কখনও হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনও অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।
তিনি বলেন, শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই। কারিনার চোখেমুখে তখন উচ্ছ্বাসের ছাপ।