কিছু ঘটবে, আর কঙ্গনা চুপ করে থাকবেন, তা তো হতেই পারে না। আর তেমনটি হলও না। এবার হিজাব বিতর্কে মুখ খুললেন বলিউডের ‘মণিকর্ণিকা’। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে হিজাব প্রসঙ্গে আফগানিস্তানের প্রসঙ্গ টেনে আনলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই ফের বিতর্কে ঢুকে পড়লেন বলিউডের ‘কুইন’।
কঙ্গনা লিখলেন, যদি সত্য়িই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরখা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না। কঙ্গনা রানাউতের এই মন্তব্য চোখে পড়েছে অভিনেত্রী শাবনা আজমিরও।
সোশ্যাল মিডিয়াতেই কঙ্গনার মন্তব্যে প্রশ্নও তোলেন তিনি।
শাবানা লিখলেন, যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরেপক্ষ দেশ, তাই তো? গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।
এমনকি, এই নিয়ে মামলাও ওঠে আদালতে। আর এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও এই বিতর্কের আগুনে আরও ঘৃতাহুতি দিল। গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে হিজাব-বিতর্কের গনগনে আগুন।