বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার গান মানেই ভিন্ন কিছু। সেই ধারাবাহিকতায় শ্রোতাদের সামনে নতুন গান নিয়ে এলেন এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘দ্বিপ্রহর’। আর গানটি তার একক কণ্ঠের। নতুন এই গানের কথাগুলো এমন- ‘জানো নাকি ঘোর লাগা পথে হারিয়ে, খুঁজি তোমায় হারিয়ে অকারণ’।
‘দ্বিপ্রহর’ গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সুর-সংগীত হাবিব ওয়াহিদ নিজেই।
নতুন গান দ্বিপ্রহর প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি আমার একক গানের প্রজেক্ট। গানটি প্রকাশ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। সামনে আরও কিছু নতুন গান আসবে। ‘দ্বিপ্রহর’ মূলত রোমান্টিক ধারার বিরহের গান। আমার ভক্ত-শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করে। এটি ঠিক এমনই একটি গান।’
জানা গেছে, ‘দ্বিপ্রহর’ গানটি হাবিব ওয়াহিদের নিজস্ব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, অ্যাপেল মিউজিক, ভাইভ, স্প্লাশ, স্বাধীন, জিপি মিউজিক স্টেশন গানটি শোনতে পাওয়া যাবে।