নাসিম রুমি: কিছুদিন আগে স্থায়ীভাবে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে চলে গেছেন। যাওয়ার আগে ঢাকায় তার নামের সব সম্পত্তি একমাত্র ছেলে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদকে লিখে দিয়েছেন।
এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ’ঢাকায় আমার যা কিছু আছে সেসব হাবিবই দেখাশোনা করত। যেহেতু আমি এখন আর ঢাকায় থাকি না, তাই এসব সম্পত্তি হাবিবকে লিখে দিয়েছি। আমি এখন গ্রামের বাড়িতেই থাকছি। ঢাকায় এলে হাবিবের ওখানে অবস্থান করি।
যতদিন বেঁচে আছি ততদিনই গ্রামে থাকতে চাই। গ্রামে কৃষি কাজে মনোনিবেশ করেছি। তবে তা বাণিজ্যিক উদ্দেশ্যে নয়।
দেশের একসময়ের জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ অনেক জনপ্রিয় গান তিনি দর্শকদের উপহার দিয়েছেন অতীতে এবং বয়সের সাথে সাথে তিনি এখন গানের জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন যদিও তার ছেলে হাবিব ওয়াহিদ এখন বর্তমান প্রজন্মের মধ্যে অন্যতম সেরা একজন এবং বাবার সেই রেখে যাওয়া সম্মান এখন ছেলেই বয়ে নিয়ে আসছে।