English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

হলিউডে কার সঙ্গে কাজ করার ইচ্ছে হৃতিকের?

- Advertisements -

নাসিম রুমি: বলিউড সুপারস্টার হৃতিক রোশন এখন আমেরিকা সফরে রয়েছে। এই সফরের থাকার কারণ হল তাঁর ২৫ বছরের অভিনয়জীবনের উদযাপন। আটলান্টায় এক অনুষ্ঠানে তিনি জানান, ভবিষ্যতে তিনি হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করতে চান। হৃতিক বলেন, “আমার প্রথম স্বপ্ন ছিল বাবা রাকেশ রোশনের সঙ্গে কাজ করা, সেটা ‘কহো না… প্যায়ার হ্যায়’ ছবিতেই পূরণ হয়েছে। এখন আমি নোলানের সঙ্গে কাজ করতে চাই। উনি আমার সবচেয়ে পছন্দের পরিচালকদের একজন।” তাঁর কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

ক্রিস্টোফার নোলান ‘মেমেন্টো’, ‘ইনসেপশন’, ‘দ্য ডার্ক নাইট’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’–এর মতো সিনেমা তৈরি করেছেন। তাঁর ‘ওপেনহাইমার’ ২০২৪ সালের অস্কারে সেরা ছবি ও সেরা পরিচালকসহ একাধিক পুরস্কার পেয়েছে। আগেও শোনা গিয়েছিল, হৃতিক হলিউডে কাজ করতে পারেন। ২০২০ সালে তিনি আমেরিকার গ্রেস নামের একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করেন। তখন একটা থ্রিলার ছবিতে তাঁর অভিনয়ের গুঞ্জন উঠেছিল, তবে পরে আর নতুন কোনও খবর আসেনি।

হৃতিকের জনপ্রিয়তা শুধু ভারতে নয়, বিদেশেও রয়েছে। ‘কহো না… প্যায়ার হ্যায়’, ‘ধুম ২’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ওয়ার’–এর মতো ছবিগুলোর জন্য তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রায় ২০ বছর পর আবার তিনি আমেরিকায় লাইভ ট্যুর করছেন। আটলান্টার প্রথম শো-তেই হাজির ছিলেন প্রায় ৫ হাজার দর্শক।

শিগগিরই হৃতিককে দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন এনটিআর জুনিয়র ও কিয়ারা আডবানি। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট। এই সফরে হৃতিক ঘোষণা করেন, তিনি এবার পরিচালক হিসেবেও কাজ শুরু করছেন। নিজের প্রথম পরিচালিত ছবি হবে ‘কৃষ ৪’।

এই খবর রাকেশ রোশনও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, “২৫ বছর আগে তোমায় অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার আদিত্য চোপড়ার সঙ্গে তোমায় পরিচালক হিসেবে লঞ্চ করছি ‘কৃষ ৪’ ছবির জন্য।” হৃতিক বলেন, “আমি খুবই নার্ভাস। দর্শকদের ভালবাসা ও সমর্থন ছাড়া পারব না।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন