English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

হরর সিনেমায় রাশমিকা!

- Advertisements -

নাসিম রুমি: ‘সামি সামি’ গানের তালে আপামর ভারতীয়ের হৃদয়ে হিল্লোল তুলেছিলেন রাশমিকা মান্দানা। বলিউডে সেই অর্থে তার প্রবেশ ঘটেছিল দক্ষিণী বহুভাষিক সিনেমা ‘পুষ্পা’র হাত ধরেই। তারপর তিনি এলেন ‘গীতাঞ্জলি’-রূপে। রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমাল’ সিনেমাতে অভিনয় করে অবশ্য রাশমিকা বেশ খানিকটা সমালোচিতই হয়েছিলেন।

তার চরিত্র নিয়ে যেমন দর্শকের মনে প্রশ্ন ছিল তেমনই প্রশ্ন উঠেছিল তার অভিনয় প্রতিভা নিয়েও। তবে এবার তিনি ফিরছেন বলিউডে। বিপরীতে থাকবেন আর এক শক্তিশালী অভিনেতা আয়ুষ্মান খুরানা। অন্তত তেমনই জানা যাচ্ছে। আর এই সিনেমা হতে চলেছে ‘হরর-কমেডি’ ধারার।

জানা গেছে, ‘হরর-কমেডি’ সিনেমা বানাতে সিদ্ধহস্ত দীনেশ বিজন। ২০১৮ সালে তার প্রযোজনায় মুক্তি পায় ‘স্ত্রী’। তারপর ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার সিক্যুয়েল তৈরি হচ্ছে। আগামী ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্ত্রী ২’।

এবার রাজকুমার-শ্রদ্ধার সঙ্গে দেখা যাবে তমান্না ভাটিয়াকেও। দর্শক মহলে উৎসাহও রয়েছে এই সিনেমা নিয়ে। এরই মধ্যে জানা গেছে, বিজন হাত দিতে চলেছেন ‘ভ্যাম্পায়ার অব বিজয় নগর’ সিনেমাতে। এবার পরিচালক হিসেবে তার সিনেমাতে কাজ করবেন ‘মুঞ্জ্যা’-র আদিত্য সারপোতদার।

চলতি বছরের ডিসেম্বরে কাজ শুরু হবে এই সিনেমার। ইতিমধ্যেই রাশমিকা ও আয়ুষ্মানের সঙ্গে কথা হয়ে গিয়েছে বলে জানা গেছে। আয়ুষ্মানের সঙ্গে এর আগে ‘বালা’ করেছিলেন দীনেশ বিজন। সূত্রের খবর, ‘ভ্যাম্পায়ার’র চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে।

এই মুহূর্তে রাশমিকা কাজ করছেন ‘পুষ্পা ২’ এবং ‘সিকন্দর’-এ। এই দুই সিনেমাতে তার বিপরীতে রয়েছেন যথাক্রমে অল্লু অর্জুন এবং সালমান খান। অন্যদিকে, নতুন সিনেমাতে হাত দেওয়ার আগে আয়ুষ্মানকে শেষ করতে হবে করণ জোহরের একটি সিনেমা এবং ‘বর্ডার ২’-এর শুটিং।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন