সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন গায়ক সুরজিৎ চ্যাটার্জি। বুধবার (২৩ মার্চ) বর্ধমানের শক্তিগড়ে এ দুর্ঘটনা ঘটে। সুরজিৎ ও তার ব্যান্ডের সদস্যরা সুস্থ আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন এ গায়ক নিজেই।
ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৩ মার্চ) দুপুরে বাঁকুড়ার একটি কলেজে গানের অনুষ্ঠান ছিল ‘সুরজিৎ ও বন্ধুরা’ ব্যান্ডের। এদিন সকাল সকাল কলকাতা থেকে দু’টি গাড়িতে করে সংগীতশিল্পীরা বেরিয়ে পড়েন। প্রথম গাড়িতে ছিলেন দলের সদস্যরা। দ্বিতীয় গাড়িতে ছিল বাদ্যযন্ত্র। শক্তিগড়ের কাছাকাছি পৌঁছালে একটি ট্রাক দ্বিতীয় গাড়িটিকে ধাক্কা দেয়।
ঘটনার বর্ণনা দিয়ে সুরজিৎ বলেন—‘তরুণদা (গাড়ির চালক) গাড়ি চালাচ্ছিলেন। উনি ঠিক আছেন কিনা তা দেখতে গাড়ি থেকে নেমে যাই আমরা। ভয় পেয়েছিলাম। কারণ গাড়ির যে ক্ষতি হয়েছে, তা দেখতে পেয়েছি। কিন্তু ভাগ্য ভালো, তরুণদার গায়ে আঁচড়ও লাগেনি। আমাদের বাদ্যযন্ত্রও ঠিক ছিল।’
দুর্ঘটনার সুরজিৎ তার এক বন্ধুকে ফোন করেন। তিনি বর্ধমান থেকে ছুটে যান ঘটনাস্থলে। তিনি সমস্ত ব্যবস্থা করে দেন। সেখান থেকে গাড়িটিকে নিয়ে থানায় যাওয়া হয়। ট্রাকও সেখানে ছিল। কেউ পালানোর চেষ্টা করেননি। শক্তিগড় থানা থেকেই সুরজিৎদের আরও একটি গাড়ির বন্দোবস্ত করে দেওয়া হয়।
এ বিষয়ে সুরজিৎ বলেন, ‘কারো বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। ওখানেই সব মিটমাট হয়ে গিয়েছিল। আর থানার সবাই খুব সাহায্য করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ।’