English

28 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

স্বনামখ্যাত চলচ্চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

স্বনামখ্যাত চলচ্চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের ১৮ ডিসেম্বর, করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত এই গুণি চিত্রসম্পাদকের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

আমিনুল ইসলাম মিন্টু ১৯৩৯ সালের ৫ আগস্ট, সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে, প্রখ্যাত চিত্রসম্পাদক বশীর হোসেনের সহকারী হিসেবে (চান্দা ছবিতে) কর্মজীবন শুরু করেন। একক চিত্রসম্পাদক হিসেবে তাঁর প্রথম ছবি, মুস্তাফিজ পরিচালিত ‘পয়সে’ মুক্তি পায় ১৯৬৩ সালে। চিত্রসম্পাদক হিসেবে তিনি আরো যেসব ছবিতে কাজ করেছেন তারমধ্যে উল্লেখযোগ্য- মালা, আখেরি স্টেশন, তালাশ, পায়েল, আনাড়ি, রাজা সন্যাসী, চকোরী, চাঁদ অর চাঁদনী, পরশমণি, অবাঞ্ছিত, পীচঢালা পথ, দাগ, বিজলী, দি রেইন, কি যে করি, দাবী, যাদুর বাঁশী, আসামী হাজির, সারেং বউ, অঙ্গার, আসামী, ফকির মজনু শাহ, অনুরাগ, সোহাগ, জিঞ্জির, আরাধনা, দোস্তী, অংশিদার, রজনীগন্ধা, সময় কথা বলে, ভাঙ্গা গড়া, পরিবর্তন, আঘাত, বিধাতা, অপেক্ষা, গরীবের বউ, তপস্যা, নিঃস্বার্থ, চোরের বউ, অজান্তে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, প্রভৃতি।

আমিনুল ইসলাম মিন্টু তাঁর সুদীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরুপ, ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি যেসব ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে পুরস্কার লাভ করেন- আঘাত (১৯৮৬), অপেক্ষা (১৯৮৭), গরীবের বউ (১৯৯০) এবং অজান্তে (১৯৯৬)।

একজন মেধাবী সৃজনশীল চিত্রসম্পাদক হিসেবে আমিনুল ইসলাম মিন্টু খ্যাতিমান ছিলেন। চলচ্চিত্র অঙ্গনে, একজন নম্র-ভদ্র ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।
প্রায় চল্লিশ বছর অনেক ব্যাস্ত সময় কাটিয়েছেন চলচ্চিত্র সম্পাদনায়। অনেক হিট-সুপারহিট ছবির চিত্রসম্পাদনার দায়িত্ব পালন করেছেন, চলচ্চিত্রবোদ্ধাদের প্রসংশায় ধন্য হয়েছেন সবসময় । খ্যাতিমান অনেক চলচ্চিত্রকারের প্রিয় চিত্রসম্পাদক ছিলেন তিনি।

গুণী চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু অনন্তলোকে ভালো থাকুন- এই প্রার্থণা করি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন