English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

স্পাইডারম্যানের সঙ্গে বাগদান, আংটি দেখিয়ে ভাইরাল অভিনেত্রী

- Advertisements -

চমৎকার লুকে জেনডায়া ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে হাজির হয়েছেন। সেখানে তার হাতে দেখা যায় একটি ডায়মন্ডের আংটি। সেই ছবি প্রকাশ হতেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেইসঙ্গে তুমুল গতিতে ছড়িয়েছে তার বাগদানের গুঞ্জন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ‌‘চ্যালেঞ্জার্স’ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন ছিলেন জেনডায়া।
পুরস্কারের আশায় ৫ জানুয়ারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তার লুই ভিটন গাউন নজর কেড়েছে সবার। তবে তার বাম হাতের আংটিটি ছিল আলোচনার কেন্দ্রে।

জেনডায়ার হাতে পরা আংটি দেখে অনেকেই সন্দেহ করতে শুরু করেন যে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক এবং স্পাইডার ম্যান তারকা টম হল্যান্ডের সঙ্গে বাগদান সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আংটি নিয়ে মুখরোচক সব আলোচনা সৃষ্টি হয়। তারকার ভক্তরা আংটির আকার এবং ঝলমলে আলো দেখে প্রশ্ন করতে থাকেন, এটি কি সত্যিই বাগদানের আংটি?

একজন ভক্ত এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই জেনডায়া ও টমকে বাগদানের জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা বাগদানের আংটি নয়। তবে জেনডায়া এবং টম তাদের সম্পর্ক লুকিয়ে রাখতে পছন্দ করেন।’ আরেকজন বলেন, ‘এটা তো স্পষ্ট যে আংটি এবং নেকলেসের ডিজাইন একসাথে মিলছে…’

এখনও পর্যন্ত জেনডায়া এবং টম এই গুঞ্জন সম্পর্কে কিছু বলেননি। তবে সম্প্রতি টম হল্যান্ড মজা করে এক সাক্ষাৎকারে বলেন, ‘সবাই এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে। আমরা এক রুমে একসাথে থাকি। আরও অনেককিছু। আমি এতে ভাবছি না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন