ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন সফল প্রেমিক। দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম মিতা।
আজ ৫ ডিসেম্বর এই দম্পতির ৩০তম বিয়েবার্ষিকী। এ উপলক্ষে স্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিশা। সেই সঙ্গে স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন।
নিজের ভেরিফায়েড পেজে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিশা লেখেন, ৩০ বছর পার করার পর আমার উপলব্ধি হচ্ছে- মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা জননী। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে তার স্ত্রী। যে তার মান-সম্মান, অর্থ-প্রতিপত্তি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও সন্তান-সন্তুতির আমানত হিসেবে রক্ষা করে।
‘তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমাকে আজকের দিনে কবুল করার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। শুভ হোক বিবাহবার্ষিকী’।
মিশা দম্পতির দুই ছেলসন্তান রয়েছে। দুই ছেলেই যুক্তরাষ্ট্রে থাকেন। অবসর পেলেই সন্তানদের কাছে বেড়াতে যান মিশা।
বর্তমানে মিশা অভিনীত এক ডজনেরও বেশি সিনেমা মুক্তির অপেক্ষায়। এরমধ্যে ‘আগুন’ ও ‘কুস্তিগির’ সিনেমার শুটিং শেষ করেছেন। সবশেষ সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।