English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

স্ত্রীকে খাবার না দেওয়ার অভিযোগ: নওয়াজউদ্দিনকে কোর্টের নোটিশ

- Advertisements -

স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাম্পত্য সম্পর্ক মোটেও ভালো নেই। তা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার আলিয়া সিদ্দিকীর অভিযোগের ভিত্তিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নোটিশ পাঠালেন মুম্বাইয়ের আন্ধেরি আদালত।

আলিয়া তার অভিযোগে বলেছেন— নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা আলিয়াকে খাবার দিচ্ছে না, ঘুমানোর জন্য বিছানা ও গোসলের জন্য বাথরুম ব্যবহার করতে দিচ্ছে না।

আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী টাইমস নাউকে বলেন, ‘আমার মক্কেলকে খাবার দিচ্ছেন না নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবার। গত সাতদিনে একটি শৌচাগারে মাত্র দুইবার গোসল করার সুযোগ পেয়েছেন। একটি ভিডিও আমাদের হাতে রয়েছে। তাতে দেখা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকীর বডিগার্ড আলিয়াকে গোসলের জন্য শৌচাগারে যেতে দিচ্ছে না। প্রমাণ হিসেবে এই ভিডিও আদালতে উপস্থাপন করব।’

২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। আলিয়ার আসল নাম অঞ্জনা পান্ডে। ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করে নাম রাখেন আলিয়া। মূলত, ২০২০ সালে নওয়াজউদ্দিন-আলিয়ার দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন