স্তন ক্যানসারে আক্রান্ত ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন তিনি। ভারতীয় গণোমাধ্যমে এক সাক্ষাৎকারে ছবি জানিয়েছেন, ‘আমি একাধিক পরীক্ষা, এমআরআই করেছি। বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়েছিল।
ছবি মিত্তল বলেন, ‘যখন আমি জানি এমন কিছু ঘটছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে, তখন মোটেই বিরক্ত হইনি। আমি সমাধান খোঁজার চেষ্টা করি। আমিও বিষয়টাকে মেনে নিয়েছি। ক্যান্সার সারভাইভার, ক্যান্সার বিশেষজ্ঞ এবং প্লাস্টিক সার্জনদের সঙ্গে কথা বলেছি। একাধিক লোকের সঙ্গে আলোচনা করেছি। যা হবে তার জন্য আমি প্রস্তুত। ’
তিনি বলেন, ‘হ্যাঁ, কেউ একটি বিন্দুর বাইরে অনুমান করতে পারে না। তবে সমস্ত ক্যান্সার থেকে বেঁচে যাওয়াদের মধ্যে একটি সাধারণ জিনিস হলো যে আমাদের সবাইকে লড়াই করতে হবে। এমন একটা জিনিস, যা নিজে থেকে কেউ চায় না। কাঁদতে কাঁদতে লড়াই চালাচ্ছি, জীবনের জন্য, ইতিবাচকতার সঙ্গে লড়াই চালাচ্ছি। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়াটা বেছে নিয়েছি। ’