English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ছবি মিত্তল

- Advertisements -

স্তন ক্যানসারে আক্রান্ত ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন তিনি। ভারতীয় গণোমাধ্যমে এক সাক্ষাৎকারে ছবি জানিয়েছেন, ‘আমি একাধিক পরীক্ষা, এমআরআই করেছি। বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়েছিল।

প্রায় ২০ দিন ধরে এসব চলছে। সবচেয়ে খারাপের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
অভিনেত্রী বলেন, ‘সোমবার ক্যান্সার বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন পেয়েছিলাম। সেই সময় চূড়ান্ত নিশ্চিতকরণ এসেছিল। চিকিৎসক আমাকে দেখা করতে বলেছিলেন এবং বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে বলেছিলেন। ’অভিনেত্রীর কথায়, যখন চিকিৎসক তাকে বায়োপসি করতে বলেছিলেন, তখন তিনি ভেঙে পড়েছিলেন, ‘যখন আমাকে বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়েছিল তখন আমি অনেক কেঁদেছিলাম। এ রকম কিছু ঘটার ভয়, তা সন্ধান করার চেয়ে অনেক খারাপ। বায়োপসি করতে যাওয়ার আগে রাতে টেনশনে ঘুম আসত না। আমার জন্য একটি মানসিক সংগ্রাম ছিল। নিজেকে প্রস্তুত করতে হয়েছিল। ’

ছবি মিত্তল বলেন, ‘যখন আমি জানি এমন কিছু ঘটছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে, তখন মোটেই বিরক্ত হইনি। আমি সমাধান খোঁজার চেষ্টা করি। আমিও বিষয়টাকে মেনে নিয়েছি। ক্যান্সার সারভাইভার, ক্যান্সার বিশেষজ্ঞ এবং প্লাস্টিক সার্জনদের সঙ্গে কথা বলেছি। একাধিক লোকের সঙ্গে আলোচনা করেছি। যা হবে তার জন্য আমি প্রস্তুত। ’

তিনি বলেন, ‘হ্যাঁ, কেউ একটি বিন্দুর বাইরে অনুমান করতে পারে না। তবে সমস্ত ক্যান্সার থেকে বেঁচে যাওয়াদের মধ্যে একটি সাধারণ জিনিস হলো যে আমাদের সবাইকে লড়াই করতে হবে। এমন একটা জিনিস, যা নিজে থেকে কেউ চায় না। কাঁদতে কাঁদতে লড়াই চালাচ্ছি, জীবনের জন্য, ইতিবাচকতার সঙ্গে লড়াই চালাচ্ছি। নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়াটা বেছে নিয়েছি। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন