ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৃদুলা আহমেদ রেসি। বর্তমানে ওমরাহ পালনে সৌদিতে রয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সেখান থেকে পবিত্র মক্কা শরীফের ভিডিও এবং কয়েকটি ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন এই রেসি। সেই সঙ্গে ওমরাহ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরেই অভিনয় জগত থেকে দূরে রয়েছেন রেসি। বর্তমানে স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি নিজেকে যুক্ত করেছেন ব্যবসায়।
অভিনয় জীবনে ৫০টির মত ছবিতে কাজ করেছেন রেসি। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল ছবিও রয়েছে তার। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রেসি অভিনীত ছবি ‘ইয়েস ম্যাডাম’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রকিবুল ইসলাম রাকিব।