নাসিম রুমি: স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে একদিন পরই মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে প্রখ্যাত পরিচালকের। তার মৃত্যুতে অনেকেই শোক বার্তা দিয়েছেন। বাদ যাননি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানও।
শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! চলচ্চিত্রে আমি সোহান ভাইয়ের সৃষ্টি।
জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তাঁর সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।
এভাবেই শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন।