English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

সোহম ‘ভীষণ হতাশ’

- Advertisements -
নব্বইয়ের দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রের শিশু চরিত্র বলতেই সবার প্রথমে যার নাম দর্শকদের মনে আসে তিনি সোহম চক্রবর্তী। পরে নিজেই তার সেই ইমেজ ভেঙে পুরোদস্তুর হিরো হয়ে পর্দায় ধরা দেন। ‘প্রেম আমার’ থেকে ‘বোঝে না সে বোঝে না’, ‘অমানুষ’-এর মতো হিট ছবি রয়েছে তার ঝুলিতে। কিন্তু বর্তমানে তাকে নিয়ে আর সেভাবে কাজ হতে দেখা যায় না।

কিন্তু এই বিষয়ে অভিনেতার কী মত? জানালেন সোহম।

নায়কের হাত ধরে বাংলা ছবিতে ফের আসতে চলেছে নতুন গোয়েন্দা। এবার তিনি ‘ফেলুবক্সী’। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’র পর ফের তিনি ফিরছেন বড় পর্দায়।

কিন্তু যে রকম দক্ষ অভিনেতা, তারপরও তিনি তেমন মনে রাখার মতো চরিত্র পান না বর্তমানে।

এই প্রসঙ্গে সহমত হয়ে সোহম এক সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, তেমনভাবে আমাকে নিয়ে ভাবা হয়নি। হয়তো ভরসা রাখতে পারেননি কেউ। আগে ভীষণ হতাশ হতাম।

পরিবারের সমর্থনে আবার ঘুরে দাঁড়িয়েছি। এখন মনে হয় সাফল্য-ব্যর্থতা দুটোকেই গ্রহণ করতে হবে। ছেলেরা বড় হচ্ছে। ওরা জীবনে যা করতে চাইবে, আমি ওদের পাশে থাকব। এখন থেকেই আমি ওদের বাবা কম, বন্ধু বেশি।

তিনি বলেন, ‘এখন আর নিরাশ হলে চলবে কেমন করে।’ কারণ বাবা হিসেবে সন্তানদের ওপর কিছু চাপিয়ে দিতে চান না সোহম। কিন্তু তবু তার মনের কোণে একটা সুপ্ত বাসনা রয়েছে, তিনি চান বড় ছেলে আইএএস হোক আর ছোট ছেলে আইপিএস।

ছোটবেলা থেকে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী দেখেই বড় হয়েছেন। এ অভিনেতা জানান, তাদের দেখেই ছবি বানানোর ইচ্ছে হয়েছিল মনে। তবে তখন সপ্তাহের পর সপ্তাহ ছবি চলত। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সবই দর্শকদের হাতের নাগালে। নায়কের দিনলিপিও এখন সবার হাতের মুঠোয়, তাতেই নাকি কমছে আকর্ষণ।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাবে সোহমের ‘ফেলুবক্সী’। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন পরীমনি। ঢালিউডের পর এই প্রথম এই ছবির হাত ধরে তিনি টলিউডে পা রখতে চলেছেন। দেবরাজ সিনহার ছবিতে তিনি ছাড়াও থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন