দেশের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। নিজের অভিনয় নৈপুণ্যতা আর নির্মাণ দক্ষতায় বরাবরই প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘হাড়কিপ্টা’, ‘আলতা সুন্দরী’র মতো অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। চলতি বছর সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণ করেছিলেন তিনি।
তবে বিভিন্ন নাটকীয়তায় টুর্নামেন্টটির ফাইনাল খেলা এখনও অনুষ্ঠিত হয়নি। নানান আলোচনা এবং তর্ক-বিতর্কের পরও মাঠে গড়াল না ফাইনাল ম্যাচটি। তবে এ বিষয়টি একেবারেই কথা বলতে নারাজ সালাহউদ্দিন লাভলু।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন সালাহউদ্দিন লাভলু। এ সময় তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে কোনো কথা বলতে চাননি।
সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচটি মাঠে না গড়ানোর কারণ জানতে চাইলে জবাবে সালাহউদ্দিন লাভলু বলেন, এই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলব। আপাতত সেলিব্রিটি লিগ নিয়ে কোনো প্রশ্ন করবেন না, প্লিজ।
ওটিটি নিয়ে নির্মাতা বলেন, এই মাধ্যমটিতে মূলত ড্রার্ক স্টোরি বেশি দেখানো হচ্ছে। আমি সেই জায়গাতে যেতে চাই না। আমি চাই সুস্থ-স্বাভাবিক জীবনের গল্প বলতে। কিন্তু এ ধরনের গল্পে অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে না। তবে আমি স্ক্রিপ্ট করে যাচ্ছি। দেখা যাক সামনে কী হয়।
বর্তমানে নিজের কাজের প্রসঙ্গে তিনি বলেন, ‘আপন মানুষ’ নামের একটি নতুন সিরিয়ালেন কাজ শুরু করেছি। এরই মধ্যে ৪০ পর্বের মতো শুটিং শেষ করেছি। আশা করছি নতুন বছরের শুরু থেকেই নাটকটি প্রচারে যাবে। পাশাপাশি শিগগিরই ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ শিরোনামের একটি একক নাটকের কাজ শুরু করব।