English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

সেলফি তোলার পর টাকা চাইলেন উরফি জাভেদ

- Advertisements -

বেশ ক’বছর ধরে কোনো ভালো কাজ নিয়ে আলোচনা নেই, টিভিতে বা সিনেমায় অভিনয় করতেও দেখা যায় না তাকে। তবুও তাকে নিয়ে চর্চার শেষ নেই যেনো! তিনি ভারতের  টিভি অভিনেত্রী উরফি জাভেদ। কেবল  উদ্ভট কর্মকাণ্ড আর উদ্ভট পোশাকের কারণে আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উরফির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমানবন্দরে ঢুকছেন উরফি। তার পরনে হলুদ কুর্তি। চুলগুলো খোপা করা। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই হকচকিয়ে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকেই। সেলফি তোলার আবদার করে বসেন তারা। বেশ কয়েকজনের সঙ্গে পোজ দেন উরফি।

তবে শেষ মুহূর্তে উরফি বলেন, যারা সেলফি তুলছেন তারা পয়সা বের করুন। মজার ছলে এ কথা বলতে বলতে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন উরফি। তার এ মুহূর্তের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনেও দেখা গেছে তাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন