ভক্তদের আবদার মেটাতে তারকাদের সেলফি তুলতে হয় নিয়মিত। কিন্তু সেই সেলফিই যখন বিশ্বরেকর্ডের খেতাব এনে দেয়, তখন বিষয়টা চমকপ্রদ বটে। এমন চমক জাগানিয়া কাণ্ড ঘটিয়েছেন অক্ষয় কুমার।
৩ মিনিটে সর্বাধিক সেলফি তোলার রেকর্ড এখন তার দখলে।
অক্ষয়ের নতুন সিনেমার নাম ‘সেলফি’। এর প্রচারণার কাজেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা। সেখানে নিজ হাতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সেলফি তোলেন অভিনেতা। তিনি এক জায়গায় দাঁড়িয়ে শুধু মোবাইল ক্যামেরায় ক্লিক করেছেন, আর দু’পাশে ভক্তরা এসে এক মুহূর্তে পোজ দিয়ে চলে গেছেন।
মোট ৩ মিনিট ধরে এই সেলফি কাণ্ড চালিয়েছেন অক্ষয়। এর মধ্যে ছবি তুলেছেন ১৮৪টি! গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ৩ মিনিটে এর চেয়ে বেশি সেলফি কেউ কখনও তোলেনি। যার স্বীকৃতি হিসেবে তাকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে।
রেকর্ড গড়ার পর অক্ষয় জানান, এটি ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ। তিনি বলেন, ‘যা কিছু আমি অর্জন করেছি এবং জীবনের এই মুহূর্তে যে অবস্থানে এসে পৌঁছেছি, এটা ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার জন্যই হয়েছে। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম এটি।’