English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সেন্সর বোর্ডে প্রশংসিত শাকিব-বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’

- Advertisements -

সম্প্রতি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা এ ছবিটি আনকাট সেন্সর পায়। একইসঙ্গে ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিতও হয়েছে।

গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অ্যাকশন, রোমান্স ও সামাজিক সচেতনতামূলক ছবি ‘লিডার আমিই বাংলাদেশে’ কর্তন ছাড়াই সেন্সর সদস্যরা মুক্তির অনুমতি দিয়েছে। ছবিটি সেন্সরবোর্ড সদস্যদের কাছে উপভোগ্য লেগেছে। সমাজ ও দেশের জন্য অনেক ইতিবাচক বার্তা রয়েছে গল্পে। হয়তো দর্শকদের কাছেও চমৎকার লাগবে।

‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি। যেহেতু সেন্সর পেয়েছে ‘লিডার-আমিই বাংলাদেশ’, শিগগির মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন