নাসিম রুমি: এবার ঈদে মুক্তির মিছিলে সামিল হতে চাইছে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে সেন্সরবোর্ড। সিনেমাটি সেন্সরে জমা পড়লে গত রবিবার সেন্সরবোর্ড বেশ কয়েকটি কাটিং দেয়। এরফলে চৌদ্দ মিনিট লেন্থ কমে যায়। এছাড়াও নতুন কিছু জায়গায় রি-শুটের নিদের্শনাও আসে সেন্সরবোর্ডের তরফ থেকে।
জানা গেছে, অন্তত এক সপ্তাহের নতুন রি-শুট করতে হবে। এতে করে কমপ্লিট সিনেমা নিয়ে ঈদে ‘লিপস্টিক’ আসতে পারবে কিনা এ নিয়ে কপালে ভাঁজ পড়েছে খোদ সিনেমাটির প্রযোজকের।
সিনেমাটির সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, সেন্সরবোর্ডের নির্দেশিকা অনুযায়ী কাজ করে ঈদে মুক্তি দেওয়া যাবে না। এজন্য কোনোরকম কাজ করে সেন্সরবোর্ডকে এক প্রকাশ বুঝ দিয়ে ঈদে মুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাবে প্রযোজক।
নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সরবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এটাকে এডাল্ট মুভি বলা যায়। বেশকিছু ঘনিষ্টদৃশ্য রয়েছে। এমন সিনেমা মুক্তি পেলে কেউ পরিবার নিয়ে হলে যাবে না।