English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

সেন্সর ছাড়পত্র পেয়েছে কেয়া-জামশেদের ‘কথা দিলাম’

- Advertisements -

আসছে সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ ইসলাম অভিনীত ছবি ‘কথা দিলাম’। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। জসীম উদ্দিন আকাশের প্রযোজিত ছবিটির পরিচালক রকিবুল আলম রাকিব। রকিবুল আলম রাকিব বলেন, আমার নতুন আরেকটি সিনেমা ‘কথা দিলাম’ বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে।

সিনেমার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন। সেইসঙ্গে সকলকে বলতে চাই শিগগিরই আসছে জসীম উদ্দিন প্রযোজিত ‘কথা দিলাম। যারা এতদিন ধরে অপেক্ষা করে আসছেন, তাদের অপেক্ষার পালা শেষ। খুব শিগগিরই দর্শকরা দেখতে পাবেন আশেপাশের সিনেমা হলে।

সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। জসিম উদ্দিন আকাশের কাহিনীতে ‘কথা দিলাম’ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ। ছবিতে ৫টি গান ব্যবহার করা হয়েছে।

সংগীত শিল্পী হিসেবে ছিলেন এস আই টটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তী করসিত দাস। গানগুলো কোরিওগ্রাফি করেছেন রোহান অ্যান্ড বেলাল। সংগীত পরিচালক ছিলেন পরাগ বিশ্বাস, এস আই টুটুল, আকাশ মাহামুদ, রোহান রাজ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন