English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

সেন্সরে আটকে গেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

- Advertisements -

সেন্সর ছাড়পত্র হাতে এসেছিলো আগেই। ঘোষিত হয়েছিলো সিনেমাটির মুক্তির তারিখও। চলছিলো তার প্রস্তুতিও। তবে জানা গেল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি প্রদর্শনের ছাড়পত্র স্থগিত করা হয়েছে।

জাতির জনকের জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। এ কারণে গত ১৪ মার্চ এটি ছাড়পত্র পায়। তবে ছাড়পত্র পাওয়ার ১ সপ্তাহের মধ্যেই সেটি স্থগিত করা হলো।

এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘সিনেমাটি জাতির জনককে নিয়ে নির্মিত। সেজন্য বাড়তি সতর্কতার সঙ্গে ছাড়তে হবে। শুরুতে সেন্সর পেলেও বোর্ডের কয়েকজন সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখা প্রয়োজন। তাই আপাতত ছাড়পত্র স্থগিত করে রাখা হয়েছে।’

শামিম আহমেদ রনির চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। এ সিনেমায় দেখানো হবে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন, সেই কাহিনি।

এতে জাতির পিতার চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এ সিনেমা দিয়েই শিশুশিল্পী দীঘি নায়িকা হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন