যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবির সেটে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এক সহকারীর বচসার জেরে এক দিনের জন্য শুটিং বন্ধ রাখতে হয়েছে।
ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা না হলেও পুরোদমেই শুটিং চলছে মুম্বাইয়ে। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে এ ছবিতে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘ওয়্যার’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ সেটে কিছু কড়া অনুশাসন মানা পছন্দ করেন। সেই কারণে তিনি সেটে কারও কাছে ফোন রাখার অনুমতি দেন না। কিন্তু সংশ্লিষ্ট সহকারী তার কথা মানতে রাজি হননি। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। সেই সহকারী যখন সিদ্ধার্থকে কটু কথা শোনায়, তখন পরিচালক তার মেজাজ ধরে রাখতে পারেননি। তিনি ওই সহকারীকে থাপ্পড় মারেন। পাল্টা পরিচালককেও মারেন ওই সহকারী। পরিস্থিতি এত গম্ভীর হয়ে যায় যে, শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়।
পরে ওই সহকারীকে ছবি থেকে বরখাস্ত করা হয়।