নাসিম রুমি: মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত টালিউড সিনেমা ‘কিলবিল সোসাইটি’। সুখবরের একদিন না পেরোতেই ভক্তদের চমক দিয়ে নতুন তথ্য জানান এ নির্মাতা।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, এবার থ্রিলারধর্মী নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন সৃজিত। আর এ সিনেমার মুখ্য চরিত্রে থাকবেন একজন নারী সিরিয়াল কিলার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টালিউডের গুণী এ নির্মাতা বলেন, ব্যতিক্রমধর্মী কাজ করতে বরাবরই আগ্রহী। এবার একটি থ্রিলারধর্মী সিনেমা দর্শকদের উপহার দিতে চাই। আর সে সিনেমায় অভিনেত্রী হিসেবে স্বস্তিকাই আমার প্রথম পছন্দ।
সৃজিত আরও বলেন, স্বস্তিকা প্রায়ই আমাকে বলে পুরুষ সিরিয়াল কিলার নিয়ে অনেক কাজ করেছি। এবার এক নারী সিরিয়াল কিলার নিয়ে সিনেমা তৈরি করতে। সে কথায় অনুপ্রাণিত হয়েই নতুন সিনেমাটি বানাতে চাই।
নতুন সিনেমায় স্বস্তিকাকেই কেন প্রথম পছন্দ এর কারণ জানাতে গিয়ে সৃজিত বলেন, স্বস্তিকা একজন প্রতিমা অভিনেত্রী। পরিচালক হিসেবে তার ওপর সম্পূর্ণ ভরসা করা যায়। ছবিটির কাজ জুন মাসে শুরু করবেন বলে এই গুনি পরিচালক জানিয়েছেন।