English

25 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
- Advertisement -

সুহানার ‘মা’ হবেন দীপিকা! কোন বড় চমক থাকছে ‘কিং’-এ?

- Advertisements -

নাসিম রুমি: মেয়ে দুয়ার জন্মের কয়েকমাস আগে থেকেই মাতৃত্বকালীন বিরতিতে ছিলেন দীপিকা পাড়ুকোন। মেয়ের জন্মের পর বিভিন্ন অনুষ্ঠানে দীপিকাকে দেখা গেলেও বড়পর্দায় এখনও পর্যন্ত কাজ শুরু করেননি অভিনেত্রী।‌
তবে এবার পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না দীপিকা। এবার তিনি শাহরুখ-কন্যা সুহানা খানের মা হয়ে উঠবেন পর্দায়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখ খান ও সুহানার ছবি ‘কিং’-এ একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তিনি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। ক্যামিয়ো চরিত্র হলেও খুবই গুরুত্বপূর্ণ বলেও জানা যাচ্ছে।

প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সইফ আলি খান ও তাব্বুর। ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অভয় বর্মাকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে।

জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’- র গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। ‘কিং’-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন