English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক

- Advertisements -
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং বসেছে স্টেন্টও। এই খবরে বিস্মিত হয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
Advertisements

সুস্মিতা তার ইনস্টাগ্রামে লেখেন, ‘আমার বাবা বলেছিলেন, তোমার হৃদয়কে সব সময় সাহসী এবং খুশি রাখবে। যখন তোমার প্রয়োজন হবে তখন তোমার পাশে এটি দাঁড়াবে। কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং স্টেন্টও হয়েছে। সব থেকে বড় কথা কার্ডিওলজিস্ট আমায় বলেছেন আমার হার্ট অনেক বড়। অনেককে ধন্যবাদ জানাতে চাই তাদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এ নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত! তোমাদের অনেক ভালোবাসি।’

সুস্মিতার ভক্তরা এ পোস্টে তার দ্রুত সুস্বাস্থ্য কামনা করেছেন। একজন লেখেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’ আরেকজন লেখেন, ‘হায় আল্লাহ! আপনার যত্ন নিবেন! আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো আছেন। জেনে অনেক ভালো লাগল! আপনার জন্য সবসময় অনেক ভালোবাসা রইল।’

সুস্মিতাকে শীঘ্রই আর্যা সিজন ৩-এ দেখা যাবে। এর আগে ২০১৯ সালে সুস্মিতা জানিয়েছিলেন তার ইনস্টাগ্রামে যোগ দেওয়ার কারণ  অসুস্থতা ছিল। পিঙ্কভিলাকে সেই সময় তিনি জানান, আমি খুব অসুস্থ ছিলাম এবং আমার চুল পড়ে যাচ্ছে। আমি ফ্যাকাসে হয়ে যাচ্ছিলাম শরীরে স্টেরয়েড ডিপোজিটের কারণে। এই সময়ে আমার মাথায় একটা চিন্তা এলো, এটা যদি আমাকে মেরে ফেলে! মানুষ কখনো জানবে না আমি কে! তাই এক রাতে, ইনস্টাগ্রামে গিয়ে এই পেজটা খুলেছিলাম।

গত বছর ললিত মোদীর সঙ্গে তার সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই যেন একপ্রকার মারমুখী হয়ে পড়েছিল আমজনতা। অভিনেত্রীর নামের পাশে বসিয়ে দেওয়া হয়েছে ‘গোল্ড ডিগার’ ট্যাগ। যদিও সম্ভবত সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। ২০০০ সালে মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা সেন। তখন তার বয়স মাত্র ২৪ বছর। এরপর ২০১০ সালে আলিশাকে দত্তক নেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন