দেখতে দেখতে কেটে গেল চার বছরের বেশি সময়। এখনো সুশান্ত সিংহ রাজপুতকে ভুলতে পারেননি তার অনুরাগীরা। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার দেহ। সেই মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। সুশান্তের পরিবার এখনো দিন গুনছেন সত্যিটা জানার জন্য। শুধু পরিবার নয়, অভিনেতার অনুরাগীরাও রয়েছেন সেই আশায়। ভালবাসা দিবসেও তারা মনে করলেন সুশান্তকে।
শুধু দেশে নয়, সুশান্তের অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন বিদেশি অনুরাগীরাও। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসা দিবসে সুশান্তের রুশ অনুরাগীরা জড়ো হলেন। বান্দ্রার সেই ফ্ল্যাটের সামনে তারা মোমবাতি নিয়ে মনে করলেন প্রয়াত অভিনেতাকে। ভালবাসাও জানালেন। তাদের সঙ্গে ছিল সুশান্তকে নিয়ে তৈরি নানা পোস্টার ও প্ল্যাকার্ড।
জানা যাচ্ছে, সুশান্তের ছবি ‘এমএস ধোনি’ দেখে মুগ্ধ হয়েছিলেন এই রুশ অনুরাগীরা। তারপর থেকেই সুশান্তের জীবনযাপন ও ছবির উপর নজর রাখতেন তারা। তাই ভালবাসা দিবসেও তাদের মনে প্রয়াত অভিনেতা। এই দিন সুশান্তের মৃত্যুর সঠিক বিচারের দাবিও তোলেন তারা।
গত মাসেই ছিল সুশান্তের জন্মদিন। ২১ জানুয়ারি অভিনেতার স্মৃতিতে ডুবেছিলেন তার পরিবার ও অনুরাগীরা। প্রযোজক একতা কাপুরও এই দিন একটি বিশেষ পোস্ট করেছিলেন। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক থেকে একটি পুরনো ভিডিও সমাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি।
সঙ্গে একতা লিখেছিলেন, কত স্মৃতি, কত আবেগের কথা মনে পড়ে যায় মাঝে মাঝেই। আজও তেমনই একটা দিন। শুভ জন্মদিন। তুমি যেখানেই থাকো, উজ্জ্বল হয়ে থেকো। হাসতে থেকো এবং মনে রেখো, তোমাকে আমরা ভালবাসি।”
সুশান্তকে শেষ দেখা গিয়েছিল ‘দিল বেচারা’ ছবিতে। তার বিপরীকে অভিনয় করেছিলেন সাঞ্জনা সঙ্ঘি।