আজকাল সুরকাররা বিদেশি সুর চুরি করে গান বানান-এমন দাবী করলেন বলিউড গায়ক কুমার শানু। আধুনিক হিন্দি গান শুনে অসন্তুষ্টও এই গায়ক। তার মতে, বিদেশি সুর চুরি করে হিন্দি গান বানানো হচ্ছে এখন। অনুলিপির সংস্কৃতি তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সম্প্রতি তার এক সাক্ষাৎকারে একবিংশ শতাব্দীর হিন্দি গান নিয়ে আলোচনা করছিলেন।
তার কথায়, অন্য ইন্ডাস্ট্রি থেকে চুরি করার প্রবণতা ছিল না আগে। তিনি মনে করেন, বলিউডের গানের চর্চা বদলে গিয়েছে। আর তাই এক জন গায়ক বা সুরকারের পক্ষে নিজের পরিচয় তৈরি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।