English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

সুরকাররা বিদেশি সুর চুরি করে গান বানান: কুমার শানু

- Advertisements -

আজকাল সুরকাররা বিদেশি সুর চুরি করে গান বানান-এমন দাবী করলেন বলিউড গায়ক কুমার শানু। আধুনিক হিন্দি গান শুনে অসন্তুষ্টও এই গায়ক। তার মতে, বিদেশি সুর চুরি করে হিন্দি গান বানানো হচ্ছে এখন। অনুলিপির সংস্কৃতি তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সম্প্রতি তার এক সাক্ষাৎকারে একবিংশ শতাব্দীর হিন্দি গান নিয়ে আলোচনা করছিলেন।

তার কথায়, অন্য ইন্ডাস্ট্রি থেকে চুরি করার প্রবণতা ছিল না আগে। তিনি মনে করেন, বলিউডের গানের চর্চা বদলে গিয়েছে। আর তাই এক জন গায়ক বা সুরকারের পক্ষে নিজের পরিচয় তৈরি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শুধু তাই নয়, নতুন প্রজন্মের কোনও কোনও সঙ্গীতশিল্পীর গায়কিও পছন্দ নয় কুমার শানুর। নতুন প্রজন্মের মধ্যে মনের জোর নেই বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে গানের জগতের কথা উল্লেখ করলেন তিনি।
গায়কের কথায়, এখনকার দিনে শিল্পে প্রবেশ করার আগে অনেক কিছু করে আসতে হয়। আমার মনে হয়, সেটাই ক্ষতি করছে। এখন অনেক বেশি সংখ্যায় গায়ক এবং সুরকার আছেন ঠিকই, কিন্তু কারও মধ্যেই সৃজনশীলতা নেই।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন