জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড ‘সুপার জুনিয়র’র গায়ক কিয়োহিয়োনকে ছুরি দিয়ে আঘাত করেছেন ৩০ বছরের এক নারী। তবে কিয়োহিয়োন নয়, ওই নারীর টার্গেট ছিল কোরিয় অভিনেতা মাগক ডং।
রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সিউলের এক মিউজিক্যাল থিয়েটারের ড্রেসিংরুমে ঘটনাটি ঘটেছে। কিন্তু ওই নারীর নাম প্রকাশ করা হয়নি এখনও। ইতোমধ্যে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তাকে আটকাতে গিয়ে ছুরির আঘাত পেয়েছেন কোরীয় ব্যান্ড সুপার জুনিয়রের গায়ক কিয়োহিয়োন।
মূলত ড্রেসিংরুমে থাকা কোরীয় অভিনেতা মাগক ডংয়ের দিকে ছুরি নিয়ে তেড়ে যাচ্ছিলেন এক নারী, মূলত তাকে বাঁচাতে গিয়েই আঙুলে ছুরির আঘাত পান অভিনেতার পাশে থাকা গায়ক কিয়োহিয়োন।
বিষয়টি নিয়ে কিয়োহিয়োনের এজেন্সি আনটেনা এক বিবৃতিতে জানায়, গায়ককে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সেই নারী কেন ছুরি হাতে নিয়ে তেড়ে এলেন, সেই কারণ এখনও জানা যায়নি।
এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, অভিনেতা মাগক ডংয়ের সঙ্গে কোনো সম্পর্কও নেই ওই নারীর। ছুরিটি কোথা থেকে কিনেছেন এবং মানসিকভাবে ওই নারী সুস্থ কিনা সেটা জানতে কাজ করছে পুলিশ।