English

24 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
- Advertisement -

সুখবর পেলেন তাসনিয়া ফারিণ

- Advertisements -

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। যা গত বছর ২৪ মে মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এর আগে, সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন ফারিণ।

উৎসব আর প্রেক্ষাগৃহ ঘুরে সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামীকাল বৃহস্পতিবার এটি মুক্তি পাবে বঙ্গতে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান।

নির্মাতা বলেন, ‘ওটিটিতে অবশেষে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে এ জন্য যে, এতে আমার অনেক বন্ধুরা; যারা দেশের বাইরে থাকে, তাদের দেখার সুযোগ হবে। এছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, এতে আমি আনন্দিত।’

সিনেমার গল্প এগিয়েছে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে। শুরুতে এই সিনেমার নাম ঠিক করা হয় ‘দাহকাল’। এই নামেই শুটিং শুরু হলে পরবর্তীতে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’।

সিনেমাটি নির্মাণে সময় লেগেছে টানা ৮ বছর। এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘প্রায় আট বছর পর যখন পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু “ফাতিমা” শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য।’

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন