নাসিম রুমি: অভিনেতা ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা তাদের সিনেমার প্রচারণা চালাচ্ছেন বেশ জোরেশোরেই। কয়েকদিন আগেই কলকাতা থেকে ঘুরে গেছেন ভিকি। এবার ভারতের পঞ্জাবের স্বর্ণ মন্দিরে হাজির এই জুটি। রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল‘ছাবা’ টিমের সঙ্গে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পুজো দিলেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে ভিকি স্বর্ণমন্দিরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং হরমন্দির সাহিবে প্রার্থনা করার স্মরণীয় অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
তিনি পোস্টে লিখেছেন, “এই মন্দিরের অসাধারণত্ব নিয়ে নতুন করে কিছু বলার নই! শান্তি, প্রার্থনা, আধ্যাত্বিকতা, শক্তির উৎস। আমরা যখন গোটা বিশ্বের কাছে ‘ছাবা’ নিয়ে আসছি, তখন আশা করি এই পবিত্র স্থানের শক্তি ও ভক্তির সামান্য অংশ অন্তত আমাদের সিনেমায় প্রতিফলিত হবে।”এর আগেও শিব পুজো করতে দেখা গিয়েছিলো ভিকিকে।
এদিকে সিনেমা মুক্তির আগেই পায়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা। তাই সব জায়গায় ভিকিকে প্রচারে সঙ্গ দিতে পারছেন না অভিনেত্রী।তবে একাই জমিয়ে দিয়েছেন ক্যাটরিনার বর। এমনকি, কলকাতায় এসে খাঁটি বাংলায় সকলের কাছে নিজের ছবি দেখতে যাওয়ার আবেদনও করেন।