নাসিম রুমি: কোভিড মহামারির পর অক্ষয় কুমারের অধিকাংশ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও গত আগস্টে মুক্তিপ্রাপ্ত “ওহ মাই গড ২” সিনেমা দিয়ে আবারও বক্স অফিসে মাথা তুলে দাঁড়িয়েছিলেন এ অভিনেতা।
তবে অক্ষয়ের সেই সাফল্য তেমন দীর্ঘস্থায়ী হলো না। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত সিনেমা “মিশন রাণীগঞ্জ”। মুক্তির পর থেকে সার্ভাইভাল থ্রিলার ঘরানার সিনেমাটি বক্স অফিসে একদমই সুবিধা করতে পারেনি।
বক্স অফিসে নিজের অভিনীত আরেকটি সিনেমার ভরাডুবির পর মুখ খুলেছেন অক্ষয়। সিনেমাটির ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন ৫৫ বছর বয়সী এ অভিনেতা। তবে “মিশন রাণীগঞ্জ”কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলে উল্লেখ করেছেন অক্ষয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, “এটা গতানুগতিক বাণিজ্যিক ছবি না। মান অনুযায়ী সিনেমাটি যথোপযুক্ত আয় করতে পারেনি। আমি ক্যারিয়ারে ১৫০টির মতো সিনেমায় কাজ করেছি। এটি আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা।”
নিজের অভিনীত সিনেমা ব্যর্থতার মুখ দেখলেও অনেকেই সেই দায় স্বীকার করতে চান না। নিজেকে সেই তালিকায় না রেখে অক্ষয় বলেন, “সিনেমাটি ভালোভাবে চলেনি। আমি ব্যর্থতা স্বীকার করে এটিকে নিজের অভিনীত অন্যতম সেরা সিনেমা হিসেবে দেখছি।”