নাসিম রুমি: ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কারও জিতেছে। গত ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।
সাধারণত, সিনেমার বিশেষ প্রদর্শনীতে বিশেষ শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রণ পেয়ে থাকেন। এবার প্রান্তিক মানুষের জন্য ‘রিকশা গার্ল’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে এই প্রদর্শনী হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে শতাধিক রিকশাচালক উপস্থিত হবেন, থাকবেন সিনেমার নির্মাতা-শিল্পীরাও।
‘রিকশা গার্ল’ সিনেমার অভিনেত্রী নভেরা বলেন, “যখন শুটিং চলছিল তখনই এ ধরনের একটি পরিকল্পনা হয়েছিল। এটি বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। এর আগে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার একটি প্রদর্শনী হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের নিয়ে। ওই শোতে আমি থাকতে পারিনি। আশা করছি, এ সিনেমার প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। শো শেষে তাদের সঙ্গে কথা বলব; সিনেমা নিয়ে তাদের মতামত শুনব।”
এদিকে, মুক্তির তিন সপ্তাহের মাথায় ‘রিকশা গার্ল’ উন্মুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১২ ফেব্রুয়ারি, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি
করোনা মহামারির আগেই শেষ হয় ‘রিকশা গার্ল’ সিনেমার শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তির আগে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে ‘রিকশা গার্ল’। দেশে সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়।