English

29 C
Dhaka
রবিবার, মার্চ ৩০, ২০২৫
- Advertisement -

সিনেমাপ্রতি কত টাকা পারিশ্রমিক নেন, জানালেন মিঠুন চক্রবর্তী

- Advertisements -

 

প্রতি সিনেমায় ১ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪২ লাখ টাকা পারিশ্রমিক নেন বলে জানালেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ভারতীয় বাংলা তথা টলিউডের ছবির অবনমন নিয়ে আনন্দবাজারের অনলাইনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

বাংলা ছবির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে, ‘আমিই এক কোটি টাকা (রুপি) পারিশ্রমিক নিই। বাংলা ছবির বাজেট এখনো এই অঙ্কের উপরে উঠতে পারল না! তা হলে আর উন্নতি কোন দিক থেকে হবে?’

তার মতে, যে টাকায় মাত্র ১৪ বা ১৫ দিন শুটিং করে একটি ছবি তৈরি হয়ে যাচ্ছে সেই অঙ্ক আর একটু বাড়িয়ে, যত্ন নিয়ে ছবি তৈরি করলেই যে কোনো ছবি সফল হতে বাধ্য। তবে শুধু বাজেট বাড়ালেই ছবি হিট হবে— এমনটাও নয় বলেও দাবি তাঁর।

মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাঙালি বরাবর পারিবারিক ছবি দেখতে ভালোবাসে। যেখানে একটা নিটোল গল্প থাকবে। সূক্ষ্ম অনুভূতিতে কৌতুকরস মিশবে। এই উপাদান সঠিক পরিমাণে মেশাতে পারলেই ছবি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন।”

তিনি মনে করেন, ছবি সফল হওয়ার পেছনে জোরালো চিত্রনাট্য এবং সংলাপের যথেষ্ট গুরুত্ব আছে। সে দিকেও তাই সমান যত্নবান হওয়া দরকার।

এ প্রসঙ্গে মিঠুন তার সাম্প্রতিক ছবি ‘সন্তান’ , ‘প্রজাপতি’র উদাহরণ দেন। তিনি বলেন, ‘রাজের ‘‘সন্তান’’ ছবিতে দর্শককে কাঁদিয়েছি। পথিকৃৎ বসুর ‘‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’’তে সকলকে হাসাব। দর্শক প্রেক্ষাগৃহে আসতে বাধ্য হবেন।’

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন