English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হচ্ছে ইকবালের ‘রিভেঞ্জ’

- Advertisements -

ঈদুল আজহা উপলক্ষে দেশের মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হল পেয়েছে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমাটি। আর দ্বিতীয় অবস্থানে আছে মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। তবে ঈদের চতুর্থ দিনের মাথায় এল বুবলী ভক্তদের জন্য দুঃসংবাদ! দর্শক চাহিদা না থাকায় আগামীকাল শুক্রবার থেকে ‘রিভেঞ্জ’ নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এর বদলে বাড়ছে ‘তুফান’র শো সংখ্যা।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে “রিভেঞ্জ”। যার ফলে আমরা কোনো শাখাতেই এটা রাখতে পারছি না।’

এদিকে, গত রোজার ঈদেও তিন দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ সিনেমাটি। তখন পরিচালক অভিযোগ করে বলেছিলেন, ‘যেসব শাখায় দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি- সেই হলগুলোতে তারা আমার “ডেডবডি” দিয়েছে। এরপর তারা দর্শক না হওয়ার অভিযোগ আনছে। যা রীতিমতো অপরাধ।’

উল্লেখ্য, ‘রিভেঞ্জ’ সিনেমায় শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সুনান মাল্টিমিডিয়া প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন