তরুণ প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। অল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন এ অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে। শেষ করেছেন একাধিক নাটকের কাজ। তার মধ্যে অন্যতম ‘ফায়ার ফাইটার’।
তরুণ প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। অল্প সময়ের ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কেড়েছেন এ অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে। শেষ করেছেন একাধিক নাটকের কাজ। তার মধ্যে অন্যতম ‘ফায়ার ফাইটার’।
এ নাটকের প্রসঙ্গে ফারিন বলেন, ‘টানা চার দিন ধরে একটি ফায়ার স্টেশনে এর শুটিং করেছি। সত্যিকারের ফায়ার ফাইটারদের অনেক সহযোগিতাও পেয়েছি। নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদী। কারণ এর গল্পটা একেবারেই আলাদা।’
এদিকে ঈদ ব্যস্ততা নিয়ে ফারিন বলেন, ‘এরই মধ্যে একাধিক ঈদ নাটকের কাজ শেষ করলাম। সেগুলোতে আমি সময়ের জনপ্রিয় সব তারকা অভিনেতাদের পাশাপাশি নতুনদের সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছি। আরও কিছু কাজের পরিকল্পনা চলছে। সেগুলোর শুটিং শুরু করব শিগগিরই।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কারণ আমিও তো নতুন। অনেক বেশি সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে অস্বস্তিতে না ভুগে নতুনদের সঙ্গে স্বস্তিতে যদি কাজ করা যায়, সেটির অ্যাচিভমেন্ট অনেক বেশি।’
এদিকে সর্বশেষ ভালোবাসা দিবসের জন্য নির্মিত ‘আজান’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন ফারিন খান। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে সে সময় এটি মুক্তি পায়নি। এ নাটকের অপেক্ষায় এখনো রয়েছেন এ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ঈদে এটিও মুক্তি পাবে।
এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘খুব অপেক্ষায় আছি। কারণ ‘আজান’ এখন পর্যন্ত আমার সেরা কাজগুলোর একটি। ভালো গল্প, প্রযোজনা সংস্থা, পরিচালকের সমন্বয় ঘটেছে কাজটিতে। প্রত্যেক আর্টিস্ট ক্যারিয়ারে যে রকম প্রজেক্ট চান এটিও সে রকম একটি কাজ। সৌভাগ্যবশত আমি পেয়ে গেছি।’
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়