English

22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সিঙ্গাপুরে চিকিৎসাধীন শিল্পী সাবিনা ইয়াসমিন

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ঈদের আগেই দেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন, তাঁর দীর্ঘদিনের সহকারী জাহাঙ্গীর সাঈদ। কিন্তু, আরো এক মাস সিঙ্গাপুরে থাকতে হবে তাঁকে।

বুধবার (২৯শে মে) গায়ক জাহাঙ্গীর সাঈদ বলেন, ‘আপার যে থেরাপিটা চলছে, ভেবেছিলেন বাংলাদেশে এসে সেটা নেবেন। তবে খোঁজ নিয়ে জানা গেল, বাংলাদেশে থেরাপিটা নেওয়ার ব্যবস্থা নেই। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন কোর্স শেষ করে দেশে ফেরার। আশা করছি, জুনের শেষ সপ্তাহের দিকে তিনি দেশে ফিরবেন।’

২০০৭ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

সে সময় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ক্যান্সার জয় করে ফিরেছিলেন গানের জগতেও। এরপর থেকেই চলচ্চিত্র ও অডিওর গানের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শোতে।

তিন মাস আগে (ফেব্রুয়ারি) ফের দুঃসংবাদ এলো, নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শিল্পী। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে।

কিংবদন্তি এই শিল্পী গানে রেকর্ড ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাঁচ দশকের বেশি সময় ধরে গান করছেন তিনি। সংগীতের জন্য ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পান।

১৯৬২ সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। সর্বশেষ ২০২০ সালে অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন