English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

সাহসী ছবি পোস্ট করে ট্রোলড স্বস্তিকা

- Advertisements -

টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত একেবারেই চুপ থাকলেন না। বরং নেটিজেনের একাংশকে একহাত নিলেন তিনি। ট্রোলের বিরুদ্ধে প্রতিবাদ করাই যে একমাত্র অস্ত্র তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী। আর তাই তো সোশ্যাল মিডিয়া সরগরম স্বস্তিকার এই পোস্ট নিয়ে। ঠিক কী করলেন অভিনেত্রী? ঘটনার সূত্রপাত ফেসবুকে অভিনেত্রীর পোস্ট করা এক ছবি থেকেই। যে ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ছেঁড়া জিনসের শার্টে। শার্টের প্রায় বেশিরভাগ বোতাম খোলা। ফলে স্পষ্ট দেখা গিয়েছে অন্তর্বাস।

এমনকী, স্পষ্ট বক্ষ বিভাজিকা! স্বস্তিকার এরকম ছবি দেখেই নেটিজেনের একাংশ রীতিমতো কটাক্ষ শুরু করেছেন অভিনেত্রী নিয়ে। ছবির নিচের কমেন্ট বক্সে নানা রকম কুমন্তব্যও নজরে পড়েছে স্বস্তিকার। সেলিব্রিটিদের নিয়ে ট্রোল করা নতুন কোনও বিষয় নয়। যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই সংখ্যা যেন বেড়েই যাচ্ছে। তবে স্বস্তিকা মনে করেন, মাঝে মধ্যে এর প্রতিবাদ করা উচিত। আর তাই এবারটা আর চুপ না থেকে, নেটিজেনজের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। স্বস্তিকার এই ছবিতে কেউ কেউ লিখলেন, কাজ নেই তাই খবরে থাকার জন্যই নাকি এধরনের ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। আবার অনেকে লিখলেন, ভদ্র পোশাক নেই? কোথায় কী পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় খুইয়েছেন স্বস্তিকা।
এ ধরনের মন্তব্য দেখেই স্বস্তিকা চুপ থাকতে পারলেন না। নেটিজেনদের লিখলেন, কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা ভালই জানা আছে, তা নিয়মিত ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি। স্বস্তিকার ছবিতে বক্ষ বিভাজিকা দেখা যাওয়ায় এক নেটিজেন প্রশ্ন তুললে, তাকে অভিনেত্রী জানান, চোখ, কান, নাক, মুখ, হাত, পায়ের মতোই ক্লিভেজ শরীরের অংশ। ছবিটা সুন্দর তাই শেয়ার করেছি।
আপাতত, ছোট পর্দা থেকে দূরে রয়েছেন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ‘রাধিকা’। তবে নানা ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে স্বস্তিকাকে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ‘উত্তরণ’ সিরিজ। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন