যাযাবর পলাশ: প্রকাশিত হলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের নতুন গান। গানের শিরোনাম ‘তোর বিরহে পুড়ছে মন’। গীতিকবি সালেহীন সাজু’র গীতিকথায় গানটির সুর করেছেন ফারদিন খান। সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।
প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক মার্চ প্রযোজিত এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাহীম আজিমুল। রং বিন্যাস এবং সম্পাদনা করেছেন এস এইচ সোহেল শাহ। গানটি মিউজিক মার্চ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী মনির খান বলেন, এই গানের কথা গুলো অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে। আমার ভক্ত শ্রোতাদের গানটি শোনার আমন্ত্রণ রইলো। আশাকরি মন ছুঁয়ে যাবে।
গীতিকবি সালেহীন সাজু জানালেন, আমার প্রিয় শিল্পীদের তালিকায় মানির খান ভাই অন্যতম একজন শিল্পী। তার কথা মাথায় রেখেই গানটি লেখার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি তার ভক্তদের মন জয় করে নেবে।
এইচ আর লিটন বলেন, গানটি অনেক সুন্দর একটা গান। গানের কথা-সুর চমৎকার। আমি চেষ্টা করেছি মনের মতো একটি সঙ্গীতায়োজন করার। আর মনির খান ভাইয়ের কণ্ঠের জাদুতে গানটি আরও প্রাণ ফিরে পেয়েছে।