English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সালমান-শাহরুখের ধামাকা ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ

- Advertisements -

নাসিম রুমি: একে অন্যের সিনেমায় ক্যামিওতে নয়, এক ছবিতে মুখোমুখি হচ্ছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দুই খান। আর এই ছবির পরিচালকের আসনে রয়েছেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

উল্লেখ্য, হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে ‘পাঠান’। বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি টাকার ব্যবসার বেশি ব্যবসা করেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ঝড় তুলেছে বক্স অফিসে। পাঠান মুক্তির পর থেকেই শাহরুখ-সালমান জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। দুই জনপ্রিয় তারকাকে এক জায়গার আনার প্রয়াসে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস আনছে
‘টাগার ভার্সেস পাঠান’।

করণ অর্জুন’-এর পর শাহরুখ এবং সালমান কোনও পূর্ণাঙ্গ ছবিতে একসঙ্গে কাজ করেননি। তবে সিদ্ধার্থের পরিচালনায় ‘টাইগার ভার্সেস পাঠান’ অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে।

সূত্রের খবর, যশরাজ ফিল্মস এই ছবির পিছনে প্রচুর টাকা ঢালতে পারে। এমনকি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড ব্রেক করা ব্লকবাস্টার সিনেমা হতে পারে এটি। সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতেই ফ্লোরে যেতে চলেছে এই ছবি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন