নাসিম রুমি: বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা সম্প্রতি মিডিয়াতে এক সাক্ষাৎকারে বললেন,
*”মানুষ হিসেবে সালমান খানকে আমি শ্রদ্ধার সঙ্গে মাথায় তুলে রাখতে চাই, যদিও আমাদের ধর্মে এটি নিষেধ। আল্লাহ্ তায়ালা বলেছেন, একজন মানুষকে হতে হবে প্রকৃত অর্থে মানুষ, আর সালমান খান ঠিক সেরকমই। ভারতে একটি কথা প্রচলিত আছে—পরশুদিন এক অনুষ্ঠানে শুনলাম এবং আগেও অনেকবার শুনেছি—সে তার আয়ের মাত্র ১০% নিজের জন্য রাখে, আর বাকি ৯০% দান করে। কর দেওয়ার পর যা থাকে, সেটাতেই তার জীবন চলে। তবুও সে এসব প্রচারের চেষ্টা করে না, বরং বরাবরই নিজেকে আড়ালে রাখে।
একটি অনুষ্ঠানে একজন প্রশ্ন করেছিলেন, ‘আপনার কি অভ্যাস হয়ে গেছে নিজের ভালো কাজগুলো ঢেকে রাখা, আর খারাপ দিকগুলো সামনে তুলে ধরা?’ সালমান খান তখন শুধু হাসলেন, কোনো উত্তর দিলেন না। সাধারণত তার সম্পর্কে যেসব বিতর্ক তৈরি হয়—বহু প্রেমের সম্পর্ক, বিতর্কিত ঘটনাগুলো—সবকিছুই বাইরে প্রকাশিত হয়, কিন্তু তার মানবিকতা থেকে যায় অন্তরালে।
তাই আমি মনে করি, সালমান খানকে নিয়ে প্রশ্ন যাই হোক না কেন, একজন মানুষ হিসেবে তার তুলনা কেবল তিনিই নিজে। আমাদের মধ্যে কেউই তার সমান নয়।