নিজস্ব প্রযোজনার বাইরে এবারই প্রথম কোনো সিনেমায় কাজ করছেন অনন্ত জলিল ও বর্ষা। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ নামের সিনেমাটি এ বছর রোজার ঈদে মুক্তি পাবে। বুধবার (১২ এপ্রিল) বিএফডিসিতে দুই নম্বর ফ্লোরে ছবিটির টিজার ও পোস্টার উন্মোচন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, ‘প্রত্যেকটি আর্টিস্ট কষ্ট করে সিনেমা করে। আমিও সেটাই করেছি। এই সিনেমা করতে গিয়ে অনেক ইকবাল ভাই আমাকে যে কষ্ট করিয়েছে আমি সেটা ব্যবসাতেও করি না। এই সিনেমা যেভাবে বানানো হয়েছে সেটা মিরাকেল।’
এই সিনেমায় বর্ষার অভিনয়ের প্রশংসা করতে বাদ দিলেন না অনন্ত জলিল। শুটিং করার একটি সময়ের কথা শেয়ার করলেন তিনি। বললেন, শুটিং বর্ষার লাথিতে পড়ে গিয়েছিলাম। সে এতো জোরে লাথি মেরেছে যে আমি এতো স্ট্রং একটা মানুষ যে আমি পড়ে গিয়েছিলাম। অনেক ব্যথা পেয়েছিলাম কিন্তু শটটা অনেক ভালো ছিলো। বর্ষা সত্যিকার অর্থে ভালো অভিনয় করেছে।’
অনন্ত জলিল বলেন, যমুনা ফিউচার পার্কে আমরা ট্রেইলার লঞ্জ করবো। সেখানে আমরা ধামাকা অনুষ্ঠান করবো। ঠিক সালমান খানে মতো। সালমান খান সিনেমা হলে যেভাবে টিজার লঞ্জ করেছে আমরা সেভাবে ট্রেইলার লঞ্জ করবো। সেখানে আমাদের সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।’
অনুষ্ঠানে নিজের বক্তব্যে বর্ষা বলেন, ‘ছবিটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। টিজার-ট্রেলার দেখলে অনেক কিছুই আপনারা আন্দাজ করতে পারবেন। শুধু এটুকুই বলি, বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের সবার। সুতরাং আমরা সবাই বাংলা সিনেমা দেখাব, হলে যাবো।’
একসঙ্গে কয়েকটি সিনেমা মুক্তি পেলে কাঁদা ছিটাছিটি হয়। এসব না করার দিকে বিশেষ ইঙ্গিতও দিলেন অনন্ত জলিল। তার কথায়, আমাদের জন্য কাউকে কটু কথা বলা ও আমাদের কটু কথা বলা। এটার একটাও ভালো না। কারণ গিবতকারীকে আল্লাহও পছন্দ করেন না। এটার বিষয়ে খেয়াল রাখতে হবে। ঈদে যেসব ছবি মুক্তি পাবে আপনার সবগুলো ছবিই দেখবেন।’
অনুষ্ঠানে স্বামী ও নায়ক অনন্তের প্রশংসা করে বর্ষা বললেন, ‘কিছু দিন আগে ‘পাঠান’ রিলিজ হলো, শাহরুখ খানের সিনেমা। আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে সবসময় আপডেট রাখে। তারা আমাকে দেখিয়ে বলেছে, ‘এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা এগুলো সবসময়ই করে যে, শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’র তুলনা করেছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছে। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করে।”
অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে।