নাসিম রুমি: ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্ ১৮’-এর সিজনে প্রতিযোগী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালের ‘দয়াবেন’-খ্যাত অভিনেত্রী দিশা ভকানিকে। কিন্তু বিশাল অংকের এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
‘দয়াবেন’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন দিশা। কিন্তু হঠাৎই সে চরিত্রে অভিনয় থেকে সরে দাঁড়ান। তারপর ওই চরিত্রে অন্য অভিনেত্রী অভিনয় করলে দর্শকপ্রিয়তা হারায় চরিত্রটি।
জানা যায়, দীর্ঘ ৬ বছর ‘দয়াবেন’ চরিত্র থেকে দূরে দিশা। ২০১৭ সালে নভেম্বর মাসে মেয়ে শ্রুতির জন্ম দেয়ার পর আর শোবিজ অঙ্গণে ফেরেননি।
এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় আবারও দিশাকে হাজির করতে চেয়েছিল বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়্যারিটি শো ‘বিগ বস’। কিন্তু রিয়্যালিটি শোয়ের সঙ্গে এখনই যুক্ত হতে চাইছেন না দিশা। তাই ফিরিয়ে দিয়েছেন ৬৫ কোটির প্রস্তাব।