নাসিম রুমি: বলিউডে অভিনয় শুরু করতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত। সালমান খানের হাত ধরেই অভিনয়ে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এই স্টারকিড। ক্যারিয়ারের শুরুতে এটা বড় একটা অর্জন তা বলা বাহুল্য। এবার এ বিষয়ে মুখ খুললেন সারা নিজেই।
বাংলা ছাড়াও হিন্দি, দক্ষিণীসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিজে কাজ করেছেন যীশু সেনগুপ্ত। বলিউডের অনেক তারকাদের সঙ্গে পর্দাও ভাগ করে নিয়েছেন তিনি। তবে মডেল হিসেবে আগে থেকেই জনপ্রিয়তা রয়েছে তার। এছাড়াও কাজ করেছেন বড় পর্দায়। ‘উমা’ ছবিতে অভিনয় দক্ষতা দেখিয়ে জাত চিনিয়েছেন তিনি।
এরই মধ্যে বলিউডের পর্দায় সারাকে দেখা যাবে, এমনকী তা সালমান খানের ব্যানারে-এমন খবর শোনা যায়। এবার নানান ধোঁয়াশার মাঝে এ প্রসঙ্গে মুখ খুলেছেন সারা।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে সারা লেখেন, ‘কয়েকটা বিষয় স্পষ্ট করতে আসলাম। আমার বলিউড ডেবিউ নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন দেখলাম। আমি যদিও ভবিষ্যতে অভিনয় করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মন দিয়ে করতে চাই। তবে সালমান স্যারের ছবিতে অফার এসেছে, এতে আমি ধন্য। সালমান স্যারের প্রয়োজনা ছবিতেই আমার আত্নপ্রকাশ হবে চলতি বছরেই।
বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ সারা সেনগুপ্ত। যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনা দম্পতির বড় মেয়ে তিনি। ইতোমধ্যেইতার মডেলিং নজর কেড়েছে অনেকের। এছাড়াও একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গেছে সারাকে। এবার বড়পর্দায় দেখা যাবে সালমান খান প্রয়োজনা ছবিতে।