তার সমসাময়িকদের কারো ২-৩টি ছেলে-মেয়ে, আবার কারো দুই দুইটা বিয়ে। তবে তার বিয়ে নিয়ে কোনও চিন্তাই নেই। বলছি বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যাচেলর সালমান খানের কথা। এই সুপারস্টার জীবনের ৫৪ বসন্ত পাড়ি দিলেও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। ভবিষ্যতেও নাকি বিয়ের সম্ভাবনা নেই এ তারকার।
তবে এই্ তারকার বিয়ে নিয়ে মুখ খুলেছেন একজন জ্যোতিষী। তিনি সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো বিগ বসের ১৪তম মৌসুমের প্রিমিয়ারে প্রতিযোগী জ্যোতিষী পণ্ডিত জনার্দন। তার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে সালমানের বিয়ের সুযোগ রয়েছে কিনা।
সালমানের এই প্রশ্নে জ্যোতিষী বলেন, ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনা নেই। এই উত্তর শুনে সালমান হেসে জানিয়েছেন, “বাহ, বিয়ের সব সম্ভাবনা এখনই শেষ।” যদিও জ্যোতিষীর এই উত্তর দেওয়ার আগে সালমান তাকে স্মরণ করিয়ে দেন, ছয় বছর আগে তিনি বিয়ের সম্ভাবনার কথা বলেছিলেন, তবে এখনো হয়নি।
উল্লেখ্য, সালমান অনেকের সাথে প্রেম করলেও কাউকে নিয়ে ঘর বাঁধেননি। তার প্রেমিকার তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ,
জ্যাকলিন ফার্নান্দেজ, ক্লডিয়া সিসলা, লুলিয়া ভানতুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও সংগীতা বিজলানিসহ বহু বলিউড সুন্দরীর নাম।