English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

সালমানের থেকে বিষ্ণোই গ্যাং ভালো: সোমি আলি

- Advertisements -

নাসিম রুমি: বলিউড ভাইজান সালমান খানকে একের পর এক হুমকি দেওয়ার পর থেকেই সরব তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সম্প্রতি অভিনেতার সঙ্গে পুরোনো প্রেম নিয়েও মুখ খুলেছেন তিনি।

ভাইজানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ- নাম উল্লেখ করে মন্তব্য করতেও পিছপা হননি এই অভিনেত্রী। এছাড়াও যার বিষয় উল্লেখ করেছেন বিশেষ ভাবে, তিনি ঐশ্বরিয়া রাই। সোমির কথায়, লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের চেয়ে ভালো।

সোমি আলি আইএএনএস-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, সম্পর্ক থাকাকালীন সালমান তার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি এবং ক্যাটরিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন।

তিনি বলেন, ‘সালমান আমার সঙ্গে যে আচরণ করেছেন, অন্য কারও সঙ্গে করেননি। বিশেষ করে সালমান আমাকে যতটা হেনস্থা করেছিল ততটা কাউকে করেননি।’

তবে ঐশ্বরিয়া প্রসঙ্গে টেনে সোমি বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন সালমান। এমনকী ঐশ্বরিয়ার কাঁধের হাড়ও ভেঙে দিয়েছিলেন মেরে। তবে আমি জানি না, তিনি ক্যাটরিনার সঙ্গে ঠিক কী করেছিলেন।’

সোমি সালমানকে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমি এটুকু বলতে পারি লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের চেয়ে ভালো। একবার সালমান আমাকে এতটাই মারধর করেছিলেন যে বাড়ির পরিচারকও দরজায় ধাক্কা দিয়ে তাকে মারধর না করার জন্য অনুরোধ করেছিলেন।’

সোমি বলেন, তার অবস্থা দেখে অভিনেত্রী তাবু কেঁদে ফেলেছিলেন। সালমানের প্রাক্তন প্রেমিকার কথায়, ‘আমার পিঠে অসহ্য যন্ত্রণা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিছানায় পড়েছিলাম। তাবু আমার অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন। কিন্তু সালমান দেখা করতে আসেননি।’

ঐশ্বরিয়ার কারণেই কি সোমির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় সালমানের? ১৯৯৯ সালে ঐশ্বরিয়ার সঙ্গে ডেটিং এবং পরে সোমি ভারত ছেড়ে যাওয়ার সময় সালমানের সঙ্গে তার সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হয়ে যায়।

বর্তমানে অভিনেত্রী তার নিজস্ব এনজিও ‘নো মোর টিয়ার্স’ চালান। যা নারী পাচার এবং গৃহ নির্যাতনের ওপর কাজ করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন