নাসিম রুমি: ঈদে রীতিমতো ধুমধাম করে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’। ঈদের সময়ে ভাইজানের ছবি মুক্তি পাওয়ায় দর্শকের প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। গত রোববার মুক্তি পাওয়া এই ছবি পরিচালনা করেছেন এ আর মুরুগাদস এবং এটি একটি অ্যাকশনধর্মী ছবি। তবে মুক্তির পর চার দিনে বক্স অফিসের আয়ের বিশ্লেষণ দেখলে, ছবির সফলতা নিয়ে প্রশ্ন উঠছে।
বলিউডের খান তারকাদের বক্স অফিসে হাল খারাপ হওয়ার ধারণা কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতা এবং সালমানের একাধিক ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর সেই ধারণা আরও দৃঢ় হয়েছে। এবার ‘সিকান্দার’ ছবির আয়ের চিত্রও তার ব্যতিক্রম নয়।
চলতি বছরের ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমানের ‘টাইগার ৩’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে ১৪৮.৫০ কোটি আয় করেছিল। কিন্তু ‘সিকান্দার’ তার থেকে অনেক পিছিয়ে রয়েছে। ছবিটি মুক্তি পেয়েছে ঈদের আগের দিন, রবিবার। সালমানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, আর খলনায়ক চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার সত্যরাজ। ছবিটি অ্যাকশন, ড্রামা, রোমান্স, এবং ইমোশনের সমন্বয়ে তৈরি হলেও, মুক্তির পর থেকে দর্শকপ্রতি মনোযোগ কমতে শুরু করেছে, এবং কয়েকটি শো বাতিল হয়ে যেতে দেখা গেছে।
‘সিকান্দার’-এর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটিকে হিট বানানোর জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দেশের বক্স অফিসে ছবির আয় দেখে মনে হচ্ছে এটি ফ্লপের দিকে এগোচ্ছে। মুক্তির প্রথম দিন অর্থাৎ রোববার ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি, যা ২০০ কোটি বাজেটের ছবির জন্য খুবই কম। ঈদের ছুটির দিন অর্থাৎ সোমবার ছবির আয় ছিল ২৯ কোটি, কিন্তু পরবর্তীতে আয়ের ধারা নিম্নমুখী হতে থাকে। মুক্তির তৃতীয় দিনে আয় ছিল ১৯.৫০ কোটি, আর চতুর্থ দিন ছবির আয় ৫০ শতাংশ কমে গিয়ে মাত্র ৯.৭৫ কোটি দাঁড়িয়েছে। ফলে মুক্তির চার দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৮৪.২৫ কোটি।
অন্যদিকে, সালমানের আগের ছবি ‘কিসি কা ভাই কিসি কী জান’ এর অবস্থা আরও খারাপ ছিল। ছবিটি প্রথম সপ্তাহান্তে মাত্র ৬৮.১৭ কোটি আয় করেছিল, এবং ওপেনিং ডে-তে ১৫.৮১ কোটি আয়ে ব্যবসার শুরু হয়েছিল খুবই ধীর গতিতে।