English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

সার্জারি করে চেহারায় পরিবর্তন শাহরুখপত্নী গৌরীর

- Advertisements -

বলিউড অভিনেতা শাহরুখ খানের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়েও তার ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। তাই অভিনেতার স্ত্রী-সন্তানদের নিয়ে প্রায় সময়ই সমালোচনায় মেতে ওঠেন। কখনও শাহরুখ কন্যা সুহানাকে নিয়ে, কখনও অভিনেতার ছেলে আরিয়ান কিংবা আব্রামকে নিয়ে। এবার শাহরুখপত্নী গৌরী খানকে নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে।

জানা গেছে, সার্জারি করে চেহারায় পরিবর্তন এনেছেন নায়কের স্ত্রী। বোটক্স করে চেহারার আকৃতিতে পরিবর্তন আসায় রীতিমতো নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন গৌরী।

ইন্ডিয়া টাইমের সূত্র অনুযায়ী, ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে সুখ্যাতি আছে গৌরীর। তারকাদের অন্দরমহল সাজিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন। এ ছাড়া দিল্লিতে ‘গৌরী খান ডিজাইনার সেন্টার’-ও খুলবেন বলে জানান তিনি। যার প্রচারের জন্য একটি ভিডিও এবং ফটোশুট করেন। যার কিছু মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যেখানে গৌরীকে দেখে অনেকেরই ধারণা, বোটক্স করিয়েছেন শাহরুখপত্নী। তবে চেহারার এমন পরিবর্তন দেখে নানান মত প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এসব না করলেও চলত। আগেই দেখতে বেশি ভালো লাগত গৌরীকে।

চেহারায় পরিবর্তনের জন্য মাঝেমধ্যেই নানা পন্থার অবলম্বন করে থাকেন হলিউড-বলিউডের অনেক তারকারাই। বোটক্স তাদের কাছে খুবই সাধারণ একটা বিষয়। তাই গৌরীর ক্ষেত্রেও খুব সহজেই বিষয়টিকে বোটক্স বলেই ধরে নিয়েছেন তারা। আর এ নিয়েই যেন সমালোচনার শেষ নেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গৌরীর ছবিটা। নেতিবাচক মন্তব্যেই ভরপুর ছিল কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, গৌরী ২০১২ সালে মুম্বাইয়ে তার নিজস্ব ইন্টিরিয়র ডিজাইনের কোম্পানি শুরু করেন। সেলিব্রিটিদের পাশাপাশি গৌরীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বহু অফিস ও প্রতিষ্ঠানও। মাঝেমধ্যেই নানান ধরনের ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন