চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। আজ সকালে বিএফডিসিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ’সারাদেশের মানুষ চলচ্চিত্র নিয়ে আগ্রহী। সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা তাদের আশা পূরণ করতে চাই।
আমরা নির্বাচিত হয়ে সাধারণ মানুষের জন্য সিনেমা বানাব। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, মানুষ আসছে ভোট দিচ্ছে। ইনশাল্লাহ আমাদের পুরো প্যানেলই জয়ী হবে।’
সকাল ৯টা ১৬ মিনিটে নিজের ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।