নাসিম রুমি: ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সম্পর্ক অনেকদিন ধরেই আলোচনায়। তার মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। যেখানে দেখা যাচ্ছে, সারা ছুটে ছুটে একটি ঘরে ঢুকছেন।
সামনে রয়েছে একটি ক্রিকেটের ব্যাট। আর তার ওপরে রয়েছে একটি ক্রিকেটের হেলমেট। ব্যাটটি দেখেই হাসতে হাসতে এগিয়ে যাচ্ছেন সারা। পাশে বসে বেশ কিছু ছবিও তুললেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তিনি কি শুভমানের ব্যাট দেখেই এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন? উঠেছে সেই প্রশ্ন। যদিও উত্তর মেলেনি।
কিছু দিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন এই ক্রিকেট তারকা। শোনা গিয়েছিল, হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে। চলতি বছর ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেছেন তিনি।
এদিকে শুভমানের অসুস্থতা নিয়েও নাকি চিন্তিত ছিলেন সারা। গত বছর থেকে সারা ও শুভমানের প্রেমের চর্চা বলিউডে। এবার শুভমান হাসপাতালে ভর্তি হতে সারা এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন, ‘দ্রুত সেরে ওঠো শুভমান।’ যদিও এই অ্যাকাউন্ট বৈধ কি না তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু পোস্ট হওয়া মাত্র তা চারিদিকে ছড়িয়ে পড়ে।
শুধু তাই নয়, চলতি বছরের ভালোবাসা দিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা গিয়েছিল শুভমানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তিনি প্রশ্ন করেন, ‘আজ যেন কোন দিন?’ শুভমানের ছবি বিশ্লেষণ করতে দেরি করেননি নেটিজেনরা। ওই একই ক্যাফেতে ছবি তুলেছিলেন সারাও। দুই ছবি কি তবে একেবারেই কাকতালীয়? না কি সত্যিই প্রেম করছেন শুভমান ও সারা? উত্তর অবশ্য এখনো মেলেনি।